ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতীয় ভিসা চালুর দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৫, ১০ অক্টোবর ২০২২

দর্শনা-গেদে সড়ক পথে ভারতীয় ভিসা চালুর দাবি জানিয়ে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার দর্শনাবাসী। সোমবার সকালে দর্শনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। প্রায় ঘণ্টা খানেক সড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন থেকে অবিলম্বে ভারতয় ভিসা পুনরায় চালুর দাবি জানানো হয়। 

এসময় বক্তারা বলেন, করোনার সময়ে বাংলাদেশের সকল স্থলবন্দর ও চেকপোস্ট সাময়িক বন্ধ ঘোষণা হয়। করোনা পরিস্থিত স্বাভাবিক হয়েছে, দেশের সকল বন্দর চালু হয়েছে। কিন্তু অজানা কারণে আজও দর্শনা পথ চালু হয়নি। এতে দুর্ভোগে পড়েছে রাজধানী ঢাকাসহ অন্তত ২৫ জেলার মানুষ। তাই লাখ লাখ মানুষের এই দুর্ভোগ ভোগান্তি লাঘবে দর্শনা-গেদে চেকপোস্ট চালু করতে হবে। 

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দু’দেশের সমন্বয়ে এরই মধ্যে যদি ও চেকপোস্টটি চালু করা না হয়, তা না হলে ১৫ অক্টোবর চেকপোস্ট এলাকায় অনশন করা হবে। এরপর আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে ঢাকা-কলকাতা চলাচলকারী মৈত্রী ট্রেন আটকে দেয়া হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমার মনজু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা পুর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সেক্রেটারি, দামুড়হুদা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার রুস্তম আলী, ওষুধ ব্যবসায়ী বদিয়ার রহমান, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, হানিফ মন্ডল, সংবাদপত্র এজেন্ট মফিদুল আলম ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান ছোট প্রমুখ। 
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি